Flickr Gallery

Monday, October 10, 2016

গোরু হইতে সাবধান




উৎসাহী থাকা ভাল। কিন্তু অতি উৎসাহ বা অত্যুতসাহ! নেতিবাচক। চালাক ভাল। কিন্তু অতি চালাক নৈব নৈব চ। বাড় বা বৃদ্ধি ভাল। তবে অতিবাড় বেড়োনা! ভক্তি আছে। আছে অতিভক্তি। বাম, তাও ভাল। তবে অতিবাম! এটা একটা আঁতেলমার্কা গালাগালি। যখন তখন যাকে তাকে বলে ফেলা যায়। ডানও আছে। আছে অতিডান। অতি শব্দটাই নেতিবাচক। ভারতীয় তো সবাই। কিন্তু অতিভারতীয়! এরা কারা! এরা আল্ট্রা ইন্ডিয়ান। এরা অতিজাতীয়তাবাদী। এরা অতিস্বদেশী। এরা অতিভক্ত!

এরা আজকাল কিছু মানুষের হাসির খোরাক হলেও এরাই আসলে মানুষের কাছে মশার মতোই এক সমস্যা। এরা আইনসভায় ল্যাংটা হয়ে বক্তৃতা দিয়ে মেয়েদের নেংটি পোশাকের বিরোধিতা করে। এরাই আবার ল্যাংটা হয়ে ভারত ঘুরে মকরকুম্ভ করে। এরা গোরু রক্ষা করার দল গড়ে। এরাই গোরু বাঁচাতে মানুষ মারে। এরা দেশ ভাঙার জন্যে লোক ভাঙায়। এরাই নাকি দেশ গড়ে! এরা দেশভক্তি পতাকা দিয়ে মেপে নেয়।

এদের এখন এক প্রলয়মন্ত্র ভারতমাতা কি জয়। এই মন্ত্র বলে পার্লামেন্টে বোম মারলেও জেল হবেনা। যার তার গায়ে কালি ছুঁড়ে, জুতো ছুঁড়ে, কলার ধরে বেধড়ক কেলিয়ে ভারতমাতা কি জয় মন্ত্র তিনবার বলতে হবে। পুলিশ স্যালুট ঠুকে তিন পা পিছিয়ে যাবে। ভারতমাতা মাথায় ভর করে বসে থাকলে আপনি ভগবানকে ভয় না করে দিব্যি থাকতে পারবেন। 

এরা সেনা অন্ত প্রাণ। এরা সৈন্য মরলে হাসিমুখে মোমবাতি জ্বালিয়ে পেপসিতে চুমুক দিয়ে শোকপালন করে। এরা অতিবিপ্লবী। এরা যুদ্ধ চায়। এরা আরও সৈন্য মরা দেখতে চায়। এরা আরও মোমবাতি জ্বালাতে চায়। শোকপালন করতে করতে এরা পেপসিতে চুমুক দিতে চায়। সিনেমা সিরিয়ালের বস্তাপচা যুদ্ধে এদের মন ভরেনা। এরা সোফায় বসে আলুর চিপস চিবোতে চিবোতে টিভিতে যুদ্ধের রিয়েলিটি শো দেখতে চায়। এরা যুদ্ধ চায়। এরা গৃহযুদ্ধ চায়। এরা ধর্মযুদ্ধ চায়। এরা যোদ্ধা হতে চায়না। এরা যুদ্ধে যায়না। এদের সাতপুরুষের কেউই কোনদিন যুদ্ধে যায়নি। এদের সব কিছু অরিজিনাল চাই। একদম অরিজিনাল যুদ্ধ চাই। চায়না মাল চাইনা।

চায়না মাল! পাবলিকের কাছে এই মালটা একেবারে জালি। জালি মানেই চায়নামাল। এরা চায়নার মালও চায়না। খেলনা বন্দুক পোড়ায়। প্লাস্টিকের খেলনা পোড়ায়। পিচকিরি পোড়ায়। এসব তো চায়নামাল। এসব আগুনে ঢেলে ভারতমাতা কি জয় মন্ত্র জপলেই যার মাল পুড়ল সেই মাল সেখান থেকে তক্ষুণি হাওয়া। চাইনিজ চাউমিনের ঠ্যালা উলটে গেল। ঠ্যালাওয়ালা প্রথম প্রথম চাইনিজ নামটা কেটে মালটার নাম রাখল ইন্ডিয়ান চাউমিন। উহুঁ। ওটা হবেনা। চাউমিন কথাটাই তো চাইনিজ। চায়নামাল চলবেনা। মাঞ্চুরিয়ান চলবেনা। চিলি চিকেন চলবেনা। ক্যামেরা, মোবাইল, টুনিলাইট, পিচকিরি, ঘুড়ি, চাউমিন কিছুই চালানো যাবেনা। চায়নার মাল বলে বাতিল করুন। এরাই আবার সদ্য চীন থেকে আনা জিও সিম ব্যবহার করার জন্যে ওকালতি করে। এরা কারা?

এরা ভারতের নব্য সেনা। এরা গোরুর সন্তান। কোথাও এরা মাথা লাগায় না। এরা শিং বাধায়। এরা হাম্বা রবে বন্দেমাতরম হাঁক দেয়। এদের গোরু এখন জাতির মাতা। এদের ষাঁড় জাতির পিতা! এরা মশা নয়। এরা সমস্যা। এরা ট্যাঁশগোরু। এদের থেকে সাবধান।
Related Posts Plugin for WordPress, Blogger...
বাংলা ব্লগ জগতের সিন্ধুতে আমরাও একটা বিন্দু। নেট ঘেঁটো বাঙালির আপ্যায়ণে বড় হচ্ছে। শৌভিকের লেখা পড়তে এই ব্লগে যান LEKHASHAUBHIK.BLOGSPOT.COM