Flickr Gallery

Monday, February 22, 2021

পেট্রোলের দাম বাড়লেই দেশের মঙ্গল


গোদিজির আমলে পেট্রোল ডিজেলের দাম বাড়া নিয়ে কেউ আপত্তি জানাবেন না। ফেসবুকে বললে আইডি ব্লক হয়ে যেতে পারে। ওটা আবার ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডকে সাবস্ট্যান্ডার্ড করে দিতে পারে। আসলে পেট্রোলের দাম বাড়িয়ে গোদিজি ভাল কাজ করেছেন। অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি ঠেকাতে পেট্রোলের দাম বাড়ানো প্রয়োজন ছিল।



মূল্যবৃদ্ধি ঠেকাতে আমার একটা অর্থনৈতিক তত্ত্ব আছে। ভেরি সিম্পল। এন্টায়ার ইকনমিক্স নিয়ে আমার পিএইচডি আছে। আমার কাছে ইনফ্লেশন ঠেকানো ঠিক ট্রাফিক পুলিশে হাতের ইশারায় একসঙ্গে তিরিশটা গাড়ি থামানোর সমান। 



খুব সোজা। লরির সামনে একটা গরু বেঁধে দিন। গড়গড়িয়ে হিল্লি দিল্লি করা যাবে। কলকাতা থেকে বাসে করে দীঘা যাবেন তো! বাসেই যাবেন। পেট্রোল ছাড়াই যাবেন। বাসের সামনে দুটো গরু বেঁধে দিন। একটু দেরি করে পৌঁছোবেন। কিন্তু ক্ষতি কিছু হবেনা। বাস থেকে নেমে মাঝে মাঝে গোবর ঘাঁটার সুযোগ পেয়ে যাবেন। গোবর থেকে শুধু সোনা কেন! ইউরেনিয়াম, প্লুটোনিয়াম সব ফাউতে পেয়ে যাচ্ছেন। মানিব্যাগে দুটো পাঁচশো টাকার নোট নিয়ে গেলেন। আর ফিরে এলেন ইউরেনিয়াম, সোনাদান সব বোঝাই করে। আগে এসব সম্ভব ছিলনা। ট্যাঁকের টাকা ট্যাঁকেই থেকে গেল। রথ দেখলেন। কলা বেচলেন। উল্টে তিন কাঁদি কলা নিয়ে বাড়ি ফিরলেন। এর সঙ্গে থোড় আর মোচা ফাউ। এরকম আগে চিন্তাই করা যেতনা। নিউ ইন্ডিয়াতেই সম্ভব হতে যাচ্ছে।

যদিও গাড়ি টানে বলদে। কিন্তু আজকাল বলদ বললে একটা গোষ্ঠী ক্ষেপে যায়। কাউকে ক্ষ্যাপানো তো আমার উদ্দেশ্য নয়। তাই গরুই গাড়ি টানে ভাবুন। গরুকে খড় খাওয়ালেই ল্যাটা চুকে যায়। মূল্যবৃদ্ধি কমানোর জন্যে আমার তত্ত্বকে কেউ খেলো মনে করবেন না। দেশের জন্যে যদি বিন্দুমাত্র ভক্তি থাকে তবে গরু নিয়ে হাসাহাসি করবেন না।

গরুতে লরি টানলে পেট্রোল লাগছেনা। তাই পেঁয়াজের দাম ধপ করে কমে যেতে বাধ্য। যৎসামান্য মূল্যে আড়াই কিলো আলু কিনতে পারবেন । বাড়তি যে টাকাটা বাঁচাতে পারলেন সেই টাকা দিয়ে বস্তা বোঝাই করে উচ্ছে, বেগুন, পটল আর মুলো কিনে বাড়ি ফিরে আসুন।

বাড়ি যারা করছেন তারা জানেন বালির দামের চেয়ে গাড়িভাড়া বেশি। বালি আনতেও খরচ কমানো যাবে। সমাধানে সেই গরুর গাড়ি। কারখানা খুলবেন ভাবছেন! লোহালক্কড়, মেশিনপত্তর আনানোর কথা চিন্তা করছেন দূর থেকে? চিন্তা করবেন না। গরুকে যদি ভরসা করতে পারেন তবে গরুর টানা গাড়িতেই ভরসা রাখুন। এত দূর থেকে গরু আপনার জন্যে ঢাউস একটা মেশিন বয়ে এনে দিতেই পারে।

গরুর ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন না। গরুকে তাচ্ছিল্য করতে যাবেননা। গরুকে তাচ্ছিল্য করা মানে দেশের ইমেজ খারাপ হয়ে যাওয়া। আর দেশের ইমেজ যদি খারাপ করেছেন তবে আপনি দেশদ্রোহী। দিশা রবি বলে একটা একুশ বছরের মেয়ে দেশের ইমেজ খারাপ করে জেলে আছে। আজকেই একটা ছোকরা পেট্রোল পাম্পে তেলের দাম জিজ্ঞাসা করে দেশের ইমেজ খারাপ করে দিয়ে কেস খেয়েছে। দেশের ইমেজ ভাল করার জন্যে গরুকে শ্রদ্ধা করতে শিখুন। গরুকে শ্রদ্ধা করা মানেই তো দেশভক্তি। গরু সব পারে গরু যখন দেশ চালাতে পারে তখন কি আর বাস লরি চালাতে পারবেনা! কি যে বলেন দাদা!


Related Posts Plugin for WordPress, Blogger...
বাংলা ব্লগ জগতের সিন্ধুতে আমরাও একটা বিন্দু। নেট ঘেঁটো বাঙালির আপ্যায়ণে বড় হচ্ছে। শৌভিকের লেখা পড়তে এই ব্লগে যান LEKHASHAUBHIK.BLOGSPOT.COM