Flickr Gallery

Sunday, October 23, 2016

এবার মোল্লার পাল্লায় দার্শনিক

একবার এক বিখ্যাত পন্ডিত ও দার্শনিক আকশেহরে এসে গাধার পিঠে মোল্লাকে দেখতে পেয়ে বললেন, “মোল্লা সাহেব, আমি অন্য শহরের লোক, আমার ক্ষিদে পেয়েছে কিন্তু আশেপাশের কোন খাবারের ভাল দোকানের সন্ধান দাও।”

মোল্লা একটা দোকানের সন্ধান দিয়ে দিলেন।

দার্শনিক খুশি হয়ে বললেন, “মোল্লা তুমিও চলো তাহলে। আমার সঙ্গে কিছু খেয়ে নেবে।”

মোল্লা গদগদ হয়ে দার্শনিককে নিয়ে নামী একটা সরাইখানাতে গিয়ে বেয়ারাকে ডেকে জিজ্ঞাসা করল আজকের স্পেশাল মেনু কি!

বেয়ারা জবাব দিল, “মাছ। তাজা ভাজা মাছ। টাটকা মাছ। চলবে?”

দার্শনিক বললনে, “ঠিক আছে। আমাদের জন্যে দুটো মাছভাজা দাও।”

কিছুক্ষণ পরে বেয়ারাটা একটা থালায় দুটো মাছ নিয়ে হাজির হল। থালায় একটা মাছ বড় ছিল। অন্য একটা মাছ ছোট। মোল্লা বড় মাছটা নিয়ে নিজের পাতে রাখল। তার ওপর নুন লেবু ঘষে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে খাবার জন্যে রেডি করে রাখছিল। মোল্লার এই স্বার্থপরতা দেখে দার্শনিক তাঁর জ্ঞানভান্ডার আর সামলে রাখতে না পেরে জীবনের মূল্যবোধ, স্বার্থপরতা, লোভ, অতিথি সৎকার, অবিশ্বাস ইত্যাদি সম্বন্ধে বিষদ জ্ঞান দিতে প্রায় ক্লান্ত হয়ে গেছেন দেখে মোল্লা বললেন, “আপনার কি আরও কিছু বলার আছে?”

দার্শনিক বললেন, “না, কি আর বলব! তবে আমি হলে ছোট মাছটা নিয়ে নিজের উদারতার পরিচয় দিতাম।”

মোল্লা সঙ্গে সঙ্গে প্লেট থেকে ছোট মাছটা উঠিয়ে দার্শনিকের থালায় নামিয়ে দিতে দিতে বললেন, “আমিও সেটাই ভেবেছিলাম। তাই ছোট মাছটা আপনার জন্যেই রেখে দিয়েছিলাম।”
Related Posts Plugin for WordPress, Blogger...
বাংলা ব্লগ জগতের সিন্ধুতে আমরাও একটা বিন্দু। নেট ঘেঁটো বাঙালির আপ্যায়ণে বড় হচ্ছে। শৌভিকের লেখা পড়তে এই ব্লগে যান LEKHASHAUBHIK.BLOGSPOT.COM